ঢাকা | বঙ্গাব্দ

২০২৬ সালের প্যানটোন রং: শান্তি ও প্রেরণার ‘ক্লাউড ড্যান্সার’

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
২০২৬ সালের প্যানটোন রং: শান্তি ও প্রেরণার ‘ক্লাউড ড্যান্সার’ ছবির ক্যাপশন: ২০২৬ সালের প্যানটোন রং: শান্তি ও প্রেরণার ‘ক্লাউড ড্যান্সার’
ad728

২০২৬ সালে বিশ্বের রঙের প্রবণতা নির্ধারণ করেছে মার্কিন প্রতিষ্ঠান প্যানটোন। নতুন বছরের জন্য তারা বেছে নিয়েছে ‘ক্লাউড ড্যান্সার’ নামের রং, যা মূলত সাদা কিন্তু সামান্য হলদেটে শেডযুক্ত।

প্যানটোন প্রতি বছর বিশেষ একটি রঙ বাছাই করে যা ফ্যাশন, শিল্পনকশা, পণ্য প্যাকেজিং, গ্রাফিক ডিজাইন এবং বাড়ির আসবাবসহ বিভিন্ন শিল্পে প্রভাব ফেলে। ২০২৫ সালে বেছে নেওয়া রঙ ছিল ‘মোকা মুস’, যা বাদামি শেডের।

‘ক্লাউড ড্যান্সার’ ২০২৬ সালে শান্তি ও স্থিরতার প্রতীক হিসেবে নির্বাচিত হয়েছে। প্যানটোন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লিয়েট্রিস আইজম্যান বলেন, “ব্যস্ত জীবন থেকে কিছুটা প্রশান্তি দিতে এসেছে ক্লাউড ড্যান্সার। এটি একটি খালি ক্যানভাসের মতো, যা নতুন সৃজনশীলতাকে উদ্দীপিত করে।”

রঙটি ইতিমধ্যেই ফ্যাশন ট্রেন্ডে দেখা যাচ্ছে। তারকাদের মধ্যে মার্কিন গায়িকা ও অভিনেত্রী ডায়ানা রস মেট গালায় ১৮ ফুট লম্বা ট্রেইল পোশাকে ক্লাউড ড্যান্সার রঙ ব্যবহার করেছেন। এছাড়া ‘বুলগারি’ আয়োজনে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকেও এই রঙের পোশাকে দেখা গেছে।

প্যানটোন এই রঙকে মুদ্রণ, টেক্সটাইল ও ডিজাইন শিল্পে সহজে শনাক্ত ও মেলানোর জন্য নিজস্ব নম্বর পদ্ধতি ব্যবহার করে। বিশেষ কোনো রঙের আইকনিক স্বত্বও সংরক্ষণ করে প্রতিষ্ঠানটি, যেমন ‘কোলাকোলা রেড’, ‘বার্বি পিংক’ বা ‘টিফানি ব্লু’।

‘ক্লাউড ড্যান্সার’ ২০২৬ সালের জন্য প্রেরণা ও স্থিরতার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে ব্যবহার হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীমান্ত দিয়ে অবৈধ পারাপারে জড়িত সন্দেহে দুজন আটক, মিলতে পারে

সীমান্ত দিয়ে অবৈধ পারাপারে জড়িত সন্দেহে দুজন আটক, মিলতে পারে