ঢাকা | বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে তরুণ নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
জেনেভা ক্যাম্পে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে তরুণ নিহত ছবির ক্যাপশন: অপরাধ
ad728

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ‘ককটেল’ বিস্ফোরণে ২০ বছর বয়সী মো. জাহিদ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমেদ। তিনি জানান, রাত ৩টা ৪০ মিনিটে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভোরে ক্যাম্পের মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। তখন জাহিদ বাসা থেকে বের হয়ে গেলে একটি ককটেল তার মাথায় লাগে, ফলে তিনি গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হলেও পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। সাত ভাইবোনের মধ্যে সবার ছোট তিনি এবং রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বন্দর: আমাদের সোনার ডিম পাড়া রাজহাঁসটি...

চট্টগ্রাম বন্দর: আমাদের সোনার ডিম পাড়া রাজহাঁসটি...