চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেছেন, “আমাদের দেশে গাড়ি চালানোর আগে হর্ন দেওয়ার অভ্যাস শেখা প্রয়োজন। প্রয়োজনে-অপ্রয়োজনে হর্ন ব্যবহার পরিবেশ দূষণ বাড়ায়। আমরা চাই, হর্ন কেবল প্রয়োজন অনুযায়ী ব্যবহার হোক।”
শব্দদূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রীন ক্যাম্পাস’ রবিবার (২ নভেম্বর) ক্যাম্পাসের স্মরণ চত্ত্বরে ও জিরো পয়েন্ট-শহীদ মিনার এলাকায় মানববন্ধন করেছে।
উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মো. কামাল উদ্দিন, সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননসহ পরিবেশ সচেতন শিক্ষার্থীরা। সংগঠনটির সদস্যরা জানান, অনিয়ন্ত্রিত গাড়ি ও বাইকের প্রবেশ ও বেপরোয়া চলাচল রোধে স্পিড লিমিট এবং শিক্ষার্থী ও চালকদের সহযোগিতা প্রয়োজন।
সংগঠনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক তাসফিয়া বলেন, “ক্যাম্পাসে হর্নের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ বিভ্রান্ত করে। যদিও সম্পূর্ণ হর্ন নিষিদ্ধ করা সম্ভব নয়, তবে কমানো সম্ভব এবং সচেতনতা বৃদ্ধি করা দরকার।”
এর আগে সংগঠনটি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘নো হর্ন জোন’ সাইনবোর্ড স্থাপন ও গ্রাফিতি আঁকার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি চবি ক্যাম্পাসকে গ্রীন, ক্লিন ও দূষণমুক্ত মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
Jatio Khobor