ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, উন্নতির আশা করছেন চিকিৎসকেরা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, উন্নতির আশা করছেন চিকিৎসকেরা ছবির ক্যাপশন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, উন্নতির আশা করছেন চিকিৎসকেরা
ad728

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন বলেন, গত কয়েক দিনের চিকিৎসায় খালেদা জিয়ার অবস্থার কোনো বড় পরিবর্তন হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওনার অবস্থা স্থিতিশীল আছে, এটা বলতে পারেন।”

চিকিৎসক জাহিদ হোসেন জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন, তা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তিনি বলেন, গত কয়েক দিন আগে যেমন শারীরিক অবস্থা ছিল, আলহামদুলিল্লাহ, সেটিই বজায় রয়েছে। চিকিৎসকেরা আশা করছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

চিকিৎসকদের মতে, খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। কিডনির সমস্যার কারণে তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলেও বর্তমানে তা কিছুটা বেড়েছে। কিডনির কার্যকারিতা সামান্য উন্নত হয়েছে এবং ফুসফুসের অবস্থারও কিছু উন্নতি দেখা গেছে। তবে এখনো তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত নন। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালু রয়েছে।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বিএনপির পক্ষ থেকে বলা হলেও, শারীরিক অবস্থা আকাশপথে ভ্রমণের উপযোগী না হওয়ায় শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ফলে দেশেই তাঁর চিকিৎসা চলমান রয়েছে।

এদিকে, শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ঢাকায় আসার পর গত শুক্রবার থেকে প্রতিদিনই এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। বর্তমানে তিনি খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে