ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুরে নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
দিনাজপুরে নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে ছবির ক্যাপশন: ধর্ষণচেষ্টা
ad728

দিনাজপুরের বিরামপুরে প্রবাসফেরত এক নারীকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতা রাজু আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী নারী বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত রাজু আহমেদ বিরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লার শাহজাহান আলীর ছেলে এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। ভুক্তভোগী নারী বিরামপুর পৌর শহরের বাসিন্দা। প্রায় ১২ বছর আগে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। পরে তিনি চাকরির জন্য সৌদি আরবে গিয়েছিলেন এবং দেড় বছর আগে দেশে ফিরে মায়ের বাড়িতে বসবাস শুরু করেন।

অভিযোগ ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, রাজু আহমেদ প্রায় চার বছর ধরে তাঁকে নানা সময় উত্ত্যক্ত করতেন ও কুপ্রস্তাব দিতেন। সৌদি যাওয়ার আগেও তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছিল, তবে স্থানীয়ভাবে সালিসের পর ক্ষমা চাওয়ায় অভিযোগটি তুলে নেওয়া হয়।

গতকাল সকালে বাড়িতে একা থাকার সুযোগে রাজু আহমেদ ওই নারীর ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার দিলে তিনি দরজা খুলে পালিয়ে যান।

এ বিষয়ে বিরামপুর পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিন মণ্ডল বলেন, “যুবদল একটি সুশৃঙ্খল সংগঠন। কেউ অনৈতিক কাজে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজু আহমেদকে বহিষ্কার করা হবে।”

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, প্রবাসফেরত এক নারীর দায়ের করা ধর্ষণচেষ্টার মামলায় রাজু আহমেদকে আসামি করা হয়েছে। তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ