ঢাকা | বঙ্গাব্দ

জেন–জিদের উত্থান: ভারতের তরুণেরা কেন রাস্তায় নামছেন না

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
জেন–জিদের উত্থান: ভারতের তরুণেরা কেন রাস্তায় নামছেন না ছবির ক্যাপশন: নেপালের এবারের বিক্ষোভ ছিল দেশটিতে শূন্য দশকের মাঝামাঝি থেকে তরুণদের আন্দোলনগুলোর মধ্যে অন্যতম
ad728

জেনারেশন জেড বা ‘জেন–জি’—ভারতে ২৫ বছরের নিচের তরুণদের সংখ্যা ৩৭ কোটির বেশি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। এই প্রজন্ম শুধু জনসংখ্যার বড় অংশই নয়, তারা অস্থির এবং ডিজিটালি সংযুক্ত।

স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তারা রাজনীতি, দুর্নীতি ও বৈষম্য সম্পর্কিত খবরের সঙ্গে প্রতিনিয়ত সংযুক্ত থাকে। তবু রাস্তায় নেমে প্রতিবাদ করা তাদের জন্য এখনো ঝুঁকিপূর্ণ ও দূরের ব্যাপার। ‘দেশবিরোধী’ হিসেবে চিহ্নিত হওয়ার ভয়, প্রাদেশিক ও জাতিভিত্তিক বিভাজন, অর্থনৈতিক চাপ এবং এই ধারণা যে প্রতিবাদে তেমন পরিবর্তন হবে না—এসব মিলিয়ে তাদের উদ্দীপনা অনেকাংশে কমে যায়।

তবে এশিয়া ও আফ্রিকার অন্যান্য দেশে একই বয়সের তরুণেরা (১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম) একেবারেই চুপ করে নেই।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ