ঢাকা | বঙ্গাব্দ

যশোর-৩-এর সাবেক এমপি কাজী নাবিল আহমেদের সম্পদ জব্দ, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
যশোর-৩-এর সাবেক এমপি কাজী নাবিল আহমেদের সম্পদ জব্দ, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছবির ক্যাপশন: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, যেখানে কাজী নাবিল আহমেদের সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সংক্রান্ত আদেশ দেওয়া হয়।
ad728

যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে এবং তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুদকের দুটি পৃথক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্য অনুযায়ী, নাবিল আহমেদের স্থাবর সম্পদের আনুমানিক মূল্য ৮ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ১৯২ টাকা, আর ১০৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। দুদক জানিয়েছে, সাবেক সংসদ সদস্য ক্ষমতার অপব্যবহার করে ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার সুষ্ঠু তদন্ত এবং সম্পদ স্থানান্তরের সম্ভাব্য ক্ষতি এড়াতে সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন