ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের জাতীয় নিরাপত্তাপ্রধান হানেগবিকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
ইসরায়েলের জাতীয় নিরাপত্তাপ্রধান হানেগবিকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু ছবির ক্যাপশন: জাচি হানেগবি
ad728

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবিকে বরখাস্ত করেছেন। মঙ্গলবার (গতকাল) এক বিবৃতিতে হানেগবি নিজেই এ তথ্য জানান।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) উপপ্রধান গিল রিচকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে।

নিজের বিবৃতিতে হানেগবি বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমাকে জানিয়েছেন, তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান নিয়োগের পরিকল্পনা করছেন। সেই অনুযায়ী আজ থেকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পরিষদের প্রধান হিসেবে আমার দায়িত্ব শেষ হচ্ছে।’

এর কিছু পরেই নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গিল রিচকে এনএসসির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তিন বছর ধরে দায়িত্ব পালনের জন্য হানেগবিকে ধন্যবাদ জানান এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

খবরে জানা যায়, গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের বিষয়ে মতপার্থক্যের জেরেই এই সিদ্ধান্ত। গাজা শহর দখলের বিরোধিতা এবং হামাসের সঙ্গে আংশিক সমঝোতাকে সমর্থন জানানোয় হানেগবি ও নেতানিয়াহুর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ফলে তাঁর পদত্যাগ বা অপসারণ অনেকের কাছেই অনুমিত ছিল।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত