ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণ, নোয়াখালী থেকে গ্রেপ্তার এক আসামি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণ, নোয়াখালী থেকে গ্রেপ্তার এক আসামি ছবির ক্যাপশন: ধর্ষকদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন
ad728

খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া এলাকায় পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সোহেল ইসলাম (২৬)। গতকাল রোববার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে তাঁকে আটক করা হয়। এ নিয়ে মামলার মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা জানান, সোহেল এই মামলার ৪ নম্বর আসামি। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁকে কোম্পানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি থানাহেফাজতে আছেন এবং দুপুরের পর তাঁকে আদালতে তোলা হবে।

ঘটনাটি নিয়ে চলতি বছরের ১৬ জুলাই ভুক্তভোগী কিশোরীর বাবা খাগড়াছড়ি সদর থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। আসামিরা স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তবে ঘটনার পর তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়। মামলা হওয়ার পরদিনই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৭ জুন ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে ১৬ জুলাই ঘটনাটি পরিবারের নজরে আসে। এরপর রাতেই মামলা দায়ের করা হয়। মামলায় ভাইবোনছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেন, সদস্য ইমন হোসেন ও এনায়েত হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনির ইসলাম ও ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. সোহেল ইসলামকে আসামি করা হয়।

চারজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল, সর্বশেষ সোহেল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান আসামি মো. মুনির ইসলাম এখনো পলাতক রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে