কয়েক দশক ধরে বলিউডে নিজের অবস্থান দৃঢ়ভাবে গড়ে তুলেছেন মালাইকা অরোরা। তবে আলোচনায় থাকেন শুধু কাজের জন্য নয়, ব্যক্তিগত জীবন ও সম্পর্কের কারণেও। হিন্দি সিনেমার আইটেম গানে তাঁর উপস্থিতি আজও দর্শকদের মুগ্ধ করে—যেমন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘থাম্মা’ ছবির গান ‘পয়জন বেবি’। তবু কাজের প্রশংসার পাশাপাশি পোশাক ও সম্পর্ক নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে বারবার। আজ ২৩ অক্টোবর মালাইকার জন্মদিন। এই উপলক্ষে হিন্দুস্তান টাইমসকে দেওয়া তাঁর সাক্ষাৎকারের আলোকে জানা যাক কিছু অজানা কথা।
নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে
মালাইকা বলেন, জীবনের নানা সময় তাঁকে বিচার করা হয়েছে—পেশা, পোশাক, সম্পর্ক—সবকিছুর জন্য। তাঁর ভাষায়, ‘মানুষ সব সময় বলতে চায়, আপনার কী করা উচিত আর কী নয়। আমি আমার ক্যারিয়ার, পোশাক, সম্পর্ক—সবকিছুর জন্য সমালোচিত হয়েছি। কিন্তু যেদিন নিজেকে বিচার করা বন্ধ করেছি, সেদিনই সত্যিকারের মুক্তি অনুভব করেছি। সবচেয়ে বড় শিক্ষা হলো—সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পটি সেই, যা আপনি নিজের জন্য লেখেন।’
অভিনেতা ও প্রযোজক অর্জুন কাপুরের সঙ্গে শেষ প্রকাশ্য সম্পর্কের প্রসঙ্গে মালাইকা বলেন, ‘আমাকে সব সময় “ঠোঁটকাটা” বলে চিহ্নিত করা হয়েছে। এখন আমি সেটাকেই আমার শক্তি হিসেবে দেখি। কেউ যদি আমাকে পছন্দ না করে, তাতে কোনো অসুবিধা নেই—আমি যেমন, তেমনই থাকতে চাই।’