রাজধানীর শাহ আলী থানার এলাকায় আজ বুধবার দুপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, তিন ব্যক্তি যাত্রীবেশে বাসে উঠে আগুন ধরিয়ে পালিয়ে যান।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম জানান, দুপুর একটার দিকে শতাব্দী পরিবহনের একটি বাস মিরপুর-২ থেকে সনি সিনেমা পেরিয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিল। ওই সময় তিন যাত্রী হঠাৎ আগুন ধরিয়ে দ্রুত নেমে পালিয়ে যান।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়। বাসের সামনের অংশের কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানিয়েছেন ওসি গোলাম আযম।
এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
Jatio Khobor