ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংক: নির্বাচন পর্যন্ত ব্যাংকারদের সাধারণত বিদেশ যাত্রা বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2025 ইং
বাংলাদেশ ব্যাংক: নির্বাচন পর্যন্ত ব্যাংকারদের সাধারণত বিদেশ যাত্রা বন্ধ ছবির ক্যাপশন: বাংলাদেশ ব্যাংকের ফাইল ছবি।
ad728

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত দেশের সব ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা সাধারণত বিদেশ যাত্রা করতে পারবেন না। তবে অপরিহার্য ক্ষেত্রে যেমন চিকিৎসা, তীর্থযাত্রা বা জরুরি অফিসীয় কাজে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হবে।

আজ এক পরিপত্রে ব্যাংক জানায়, নির্দেশনা এমডি, সিইও সহ সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য। বাংলাদেশ ব্যাংক বলেছে, এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

তফসিলি ব্যাংক হিসাব অনুযায়ী দেশে বর্তমানে ৬১টি ব্যাংক রয়েছে, যাদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। ব্যাংক কর্তৃপক্ষ নির্বাচনের কারণে এই পদক্ষেপ নিয়েছে, যা পূর্বেও বিভিন্ন সময়ে ব্যাংকারদের বিদেশ যাত্রার ওপর আরোপিত বা শিথিল নির্দেশনার ধারাবাহিকতা হিসেবে বিবেচিত।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
শরিফ ওসমান হাদি হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, নিরপেক্ষ তদ

শরিফ ওসমান হাদি হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, নিরপেক্ষ তদ