ঢাকা | বঙ্গাব্দ

নেপালে আকিজ বোর্ড ও আকিজ ডোরের আন্তর্জাতিক বিজনেস কনফারেন্সে তিন নতুন পণ্যের উন্মোচন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
নেপালে আকিজ বোর্ড ও আকিজ ডোরের আন্তর্জাতিক বিজনেস কনফারেন্সে তিন নতুন পণ্যের উন্মোচন ছবির ক্যাপশন: নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত আকিজ বোর্ড ও আকিজ ডোরের আন্তর্জাতিক বিজনেস কনফারেন্স ২০২৫—ছবি: আকিজ বোর্ডের সৌজন্যে
ad728

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো আকিজ বশির গ্রুপের দুই শীর্ষ ব্র্যান্ড—আকিজ বোর্ডআকিজ ডোরের আন্তর্জাতিক বিজনেস কনফারেন্স ‘Evolve Beyond Business Conference 2025’। মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনে উন্মোচিত হয়েছে তিনটি নতুন উদ্ভাবনী পণ্য—সিনক্রো, ফাইবারসেম ও আল্টিম্যাট

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, হেড অব সেলস মো. নজরুল ইসলাম, এবং হেড অব প্রোডাকশন শেখ জাকারিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রায় ৩৭০ জন ডিলার, ব্যবসায়িক সহযোগী ও প্রতিনিধির অংশগ্রহণে কনফারেন্সটি রূপ নেয় ঐক্য, উদ্ভাবন ও প্রেরণার এক মহোৎসবে। ব্যবসায়িক কৌশল, নেটওয়ার্কিং এবং সংস্কৃতির সংমিশ্রণে এই আয়োজন হয়ে ওঠে একটি অনন্য অভিজ্ঞতা, যা আকিজ বোর্ড ও আকিজ ডোরকে প্রযুক্তিনির্ভর সারফেস সলিউশনসে আরও এক ধাপ এগিয়ে নেয়।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত