ঢাকা | বঙ্গাব্দ

“তৃতীয় বলেই উইকেট পেলেন নাসুম।”

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
“তৃতীয় বলেই উইকেট পেলেন নাসুম।” ছবির ক্যাপশন: তৃতীয় বলেই উইকেট এনে দিলেন নাসুম
ad728

ঠিক এ কারণেই নাসুম আহমেদকে দলে আনা হয়েছিল। নাসুম তা প্রমাণ করতে সময় নিলেন তিন বল তিন বলেই বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রুর দেখা পাইয়ে দিলেন তিনি।

আগের ম্যাচে উইন্ডিজকে উড়ন্ত শুরু এনে দিতে বড় অবদান রেখেছিলেন ব্রেন্ডন কিং। আজ সেই তাকে ইনিংসের প্রথম ওভারেই বিদায় করে দিলেন নাসুম।

প্রথম বলেই একটা আবেদন তুলেছিলেন। সে আবেদনটা ছিল আলিক এথানেজের বিপক্ষে। তার জোরের ওপর করা বলটা গিয়ে আঘাত হানে তার ভেতরের পায়ে। তবে সে আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশও রিভিউ নেওয়ার পথে হাঁটেনি।

এক বল পর সেই নাসুম আবারও দৃশ্যপটে। এবার খানিকটা ফ্লাইট দিয়েছিলেন বলে। সেটা হাঁটু গেঁড়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন কিং। সেটা গিয়ে আঘাত করে প্যাডে। আগের আবেদনে সাড়া না দিলেও এবার আঙুল তুলে দেন আম্পায়ার।

তবে উইন্ডিজ সঙ্গে সঙ্গে রিভিউর আবেদন তুলে বসে। আল্ট্রাএজে কোনো স্পাইক দেখা যায়নি। এরপর রিপ্লেতে দেখা যায় তিন লাল দাগ, যার মানে দাঁড়ায় উইন্ডিজ তো প্রথম উইকেট খোয়ালই, সঙ্গে প্রথম রিভিউটাও হারিয়ে বসল!


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য