ঢাকা | বঙ্গাব্দ

বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ছবির ক্যাপশন: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)
ad728

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগিতে তল্লাশি চালানো হয়। এতে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬টি গুলি, ২ দশমিক ৩৯ কেজি গান পাউডার এবং ২ দশমিক ২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে চারজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
আইনজীবীর মতে, আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধ

আইনজীবীর মতে, আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধ