শরীয়তপুর, ৯ নভেম্বর ২০২৫:
শরীয়তপুরে জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার মাত্র ২০ মিনিট পরই পদত্যাগ করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্যসচিব আমিন মোহাম্মদ (জিতু)। গতকাল শনিবার রাত ৯টার দিকে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। রাত ৯টা ২০ মিনিটে জিতু নিজের ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন।
কমিটিতে কাওসার মৃধাকে আহ্বায়ক এবং আমিন মোহাম্মদকে সদস্যসচিব করা হয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরই এই কমিটি ঘোষণা করা হয়।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ব্যাখ্যা দিয়ে জিতু বলেন, “আমি বিভিন্ন সামাজিক সংগঠন নিয়ে কাজ করছি। এই মুহূর্তে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে চাই না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ফেসবুকে জানিয়েছি এবং আজ কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেব।”
কমিটির আহ্বায়ক কাওসার মৃধা বলেন, “আমরা কয়েকজন স্থানীয় নেতা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছিলাম। আলোচনায় জিতুও উপস্থিত ছিলেন এবং তাঁকে কমিটিতে রাখার ইঙ্গিতও দেওয়া হয়েছিল। পরে কমিটি ঘোষণার কিছু সময় পরেই দেখি, তিনি পদত্যাগ করেছেন। কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা আমরা জানি না।”
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং দ্রুত নতুন সদস্যসচিব নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Jatio Khobor