ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। এবার ইসি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আগামীকাল, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত দুর্গম ভোটকেন্দ্র চিহ্নিত করে তালিকা ইসি সচিবালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে।
ইসির মাসিক সমন্বয় সভায় কর্মকর্তাদের জানানো হয়, খসড়া ভোটার তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এখন যেসব কেন্দ্রে যানজট, ভাঙা রাস্তা বা গাড়ি প্রবেশে সমস্যা রয়েছে, সেগুলো আলাদা তালিকাভুক্ত করতে হবে। মাঠ পর্যায় থেকে তালিকাটি বৃহস্পতিবারের মধ্যে কেন্দ্রীয় অফিসে পৌঁছাবে।
চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা এখনও প্রকাশিত হয়নি। ইসি কর্মকর্তা জানান, ২০ অক্টোবর মাঠ পর্যায়ে অঞ্চলভিত্তিক চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে, তবে কেন্দ্রীয়ভাবে শিগগিরই তা প্রকাশ করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৬১৮টি। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১। প্রতি ৩,০০০ ভোটারের জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পুরুষদের জন্য প্রতি ৬০০ ভোটার এবং নারীদের জন্য প্রতি ৫০০ ভোটারের জন্য একটি কক্ষ ধরে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই সংখ্যা সামান্য পরিবর্তিত হতে পারে।
ইসি জানায়, ২৩টি জেলা ও ৭৪টি উপজেলা দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার মধ্যে রয়েছে: ভোলা, বরগুনা, বাগেরহাট, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, সিরাজগঞ্জ, নেত্রকোনা, পটুয়াখালী, সাতক্ষীরা, পিরোজপুর, কুমিল্লা, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, মাদারীপুর, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি।
উপজেলাগুলো হলো: চরফ্যাশন, মনপুরা, বেতাগী, পাথরঘাটা, বামনা, রামপাল, মোড়লগঞ্জ, শরণখোলা, বটিয়াঘাটা, পাইকগাছা, দাকোপ, কয়রা, হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া, বানিয়াচং, আজমেরীগঞ্জ, লাখাই, দোয়ারাবাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, হিজলা, মূলাদী, মেহেন্দিগঞ্জ, চৌহালী, কলমাকান্দা, দুর্গাপুর, খালিয়াজুরী, গলাচিপা, কলাপাড়া, রাঙ্গাবালী, দশমিনা, আশাশুনি, শ্যামনগর, কাউখালী, মেঘনা, রৌমারী, রাজিবপুর, হরিরামপুর, শিবচর, পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি সদর, দিঘীনালা, থানছি, রোয়াংছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর, রুমা, লামা, নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি, রাঙ্গামাটি সদর, রাজস্থলী, লংগদু, কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি, বিলাইছড়ি।
Jatio Khobor