মাইক্রোসফট অফিস ২০১৬ ও অফিস ২০১৯ সংস্করণের জন্য প্রযুক্তিগত সহায়তা বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। ১৪ অক্টোবর থেকে এই দুটি সংস্করণের জন্য আর কোনো নিরাপত্তা হালনাগাদ, ত্রুটি সংশোধন বা প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যদিও সফটওয়্যার দুটি ব্যবহার করা যাবে, তবে মাইক্রোসফটের সতর্কতা অনুযায়ী ব্যবহারকারীরা সাইবার হামলা ও নিরাপত্তাজনিত ঝুঁকির মুখে থাকবেন।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, অফিস ২০১৬ সংস্করণের মূল সহায়তা কার্যক্রম শেষ হয়েছিল ২০২০ সালের অক্টোবরে, আর তিন বছর পর অফিস ২০১৯-এর সহায়তাও শেষ হয়। এবার সম্পূর্ণভাবে সহায়তা বন্ধ হওয়ায় পুরোনো সংস্করণ ব্যবহার করলে প্রতিষ্ঠানের নিরাপত্তা ও উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই যত দ্রুত সম্ভব নতুন সংস্করণে স্থানান্তরের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।
একই সঙ্গে স্কাইপ ফর বিজনেস ২০১৬ ও ২০১৯ সংস্করণের সহায়তাও এই সপ্তাহে শেষ হয়েছে। নিরাপত্তা হালনাগাদ ও কারিগরি সহায়তা বন্ধ হলেও সফটওয়্যারটি ব্যবহার করা সম্ভব হবে, তবে এতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। মাইক্রোসফটের পরামর্শ—ব্যবহারকারীদের দ্রুত নতুন সংস্করণে হালনাগাদ করতে হবে যাতে নিরাপত্তা ও কাজের ধারাবাহিকতা বজায় থাকে।
এ ছাড়া, গত সপ্তাহে মাইক্রোসফট ঘোষণা দিয়েছে যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্যও আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে না। ফলে উইন্ডোজ ১০–চালিত কম্পিউটার সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে। এই ঝুঁকি এড়াতে মাইক্রোসফট ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ ১১–তে স্থানান্তরের পরামর্শ দিয়েছে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার
Jatio Khobor