ঢাকা | বঙ্গাব্দ

আর ২ জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস, ইসরায়েল দিল ১৫ বন্দীর মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
আর ২ জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস, ইসরায়েল দিল ১৫ বন্দীর মরদেহ ছবির ক্যাপশন: ফিলিস্তিনি বন্দীদের মরদেহবাহী একটি ট্রাককে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে রেডক্রসের গাড়ি। ২১ অক্টোবর ২০২৫
ad728

যুদ্ধবিরতির অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গতকাল মঙ্গলবার আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। একই দিনে ইসরায়েলও ১৫ জন ফিলিস্তিনি বন্দীর মরদেহ ফিরিয়ে দিয়েছে। তবে হামাস অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে, কারণ তারা এখনো মিসরের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ রাফা সীমান্তটি পুনরায় খুলে দেয়নি।

মঙ্গলবার রাতে দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করা হয়, আর বুধবার ভোরে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়। নিহতরা হলেন ৮৫ বছর বয়সী বেসামরিক নাগরিক আরিয়ে জালমানোভিচ এবং ৩৮ বছর বয়সী সেনা সদস্য তামির আদার।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
বন্দরের মুনাফা বছরে ২ হাজার কোটি টাকা, তবু বেড়েছে মাশুল

বন্দরের মুনাফা বছরে ২ হাজার কোটি টাকা, তবু বেড়েছে মাশুল