জাতীয় নির্বাচনের আগে একজনের নামে নিবন্ধিত সিমকার্ডের সংখ্যা কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বর্তমানে একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিম রাখতে পারবেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় দেখা যায় একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম ব্যবহার করে অন্য কেউ অপরাধ করছে, ফলে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধানেই ব্যক্তিপর্যায়ে সিমকার্ডের সংখ্যা কমানো হবে।
তিনি আরও বলেন, “আমরা ধীরে ধীরে এই সংখ্যা কমিয়ে আনব। একবারে সব সিম বন্ধ করা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, কেউ নিজের আঙুলের ছাপ দিয়ে একটি সিম তুললেও তার তথ্য ব্যবহার করে অন্যরা একাধিক সিম তুলেছে। এ ধরনের অবৈধ সিম ব্যবহার করে অপরাধ ঘটলে প্রকৃত মালিকই বিপাকে পড়েন।”
উপদেষ্টা জানান, নির্বাচনের আগে একজনের সর্বোচ্চ সিম সংখ্যা সাতটিতে সীমিত করা হবে। পরবর্তী সময়ে তা কমিয়ে পাঁচটি করা হবে, প্রয়োজনে দুইটিতেও নামিয়ে আনা হতে পারে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
Jatio Khobor