ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে ‘কর্তৃত্ববাদের পতন–পরবর্তী গণমাধ্যম পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা দেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার ধানমন্ডিতে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আইন প্রণয়নের ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নিয়েছে। সংস্কার কমিশনের প্রধান হওয়ার পরও অধ্যাদেশের খসড়া অন্য মাধ্যমে থেকে পেয়ে মতামত দিতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, “আমাকে সম্পৃক্ত হতে দেওয়া হয়েছে, আমি সেটা বলছি না। আমি সম্পৃক্ত হতে পেরেছি।” তবে তিনি জানান, দুদক সংস্কার কমিশনের আশু বাস্তবায়ন প্রস্তাবগুলো অধ্যাদেশ করার সময় শতভাগ বিবেচনায় নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, কমিশনের প্রস্তাবনায় ‘বাছাই’ ও ‘পর্যালোচনা’ কমিটির কথাও ছিল। কিন্তু অধ্যাদেশ প্রণয়নের সময় ‘পর্যালোচনা’ শব্দটি বাদ দেওয়া হয়। বিষয়টি জানার পর তিনি শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে ‘পর্যালোচনা’ রাখার বিষয়ে রাজি হন। পরে জানতে পারেন, তা বাতিল করা হয়েছে।
ইফতেখারুজ্জামান দেশের সংস্কারের পথে বড় বাধা হিসেবে আমলাতন্ত্রকে দেখেন। তিনি বলেন, “রাজনীতিবিদদের ‘আওয়ার টাইম’ সংস্কৃতির কারণে সংস্কারের সম্ভাবনা ঝুঁকিতে পড়েছে। ১৫ বছর ক্ষমতার বাইরে ছিলাম, এবার আমাদের পালা।”
এই মন্তব্যে তিনি রাজনীতিবিদ ও আমলাতন্ত্রের মানসিকতা সংস্কারের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।
Jatio Khobor