ঢাকা | বঙ্গাব্দ

শ্লীলতাহানির ঘটনায় গাভাস্কার ক্ষুব্ধ: ‘ওকে জেলে ঢুকিয়ে চাবিটা ফেলে দাও’

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
শ্লীলতাহানির ঘটনায় গাভাস্কার ক্ষুব্ধ: ‘ওকে জেলে ঢুকিয়ে চাবিটা ফেলে দাও’ ছবির ক্যাপশন: ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার
ad728

ভারতে নারী বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তি দাবি করে তিনি বলেন, ‘ওই ব্যক্তিকে জেলে ভরে চাবিটা ফেলে দিতে হবে।’

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ইন্দোরে। টিম হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে অস্ট্রেলিয়া দলের দুই ক্রিকেটার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে জানানো হয়, হেঁটে যাওয়ার সময় এক মোটরসাইকেল আরোহী তাঁদের ‘অনুপযুক্তভাবে স্পর্শ’ করেন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে একজনকে আটক করেছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
টেকনাফ থেকে হেঁটে তেঁতুলিয়া যাত্রা দুই তরুণের, দিচ্ছেন থ্যাল

টেকনাফ থেকে হেঁটে তেঁতুলিয়া যাত্রা দুই তরুণের, দিচ্ছেন থ্যাল