ঢাকা | বঙ্গাব্দ

নিলামে ৭০ লাখ—তবু দারুণ আনন্দে লিটন দাস: ‘স্রষ্ঠা যা দেন, তাতেই খুশি’

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
নিলামে ৭০ লাখ—তবু দারুণ আনন্দে লিটন দাস: ‘স্রষ্ঠা যা দেন, তাতেই খুশি’ ছবির ক্যাপশন: নিলামে-৭০-লাখ—তবু-দারুণ-আনন্দে-লিটন-দাস:-‘স্রষ্ঠা-যা-দেন,-তাতেই-খুশি’
ad728

প্রশ্নের মাঝেই সাংবাদিককে থামিয়ে দিলেন লিটন দাস। পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন—রংপুর রাইডার্স কি তাঁকে ৭৫ লাখ টাকায় নেয়নি? সাংবাদিকরা সংশোধন করে জানালেন, বিপিএল নিলামে তাঁর দাম দাঁড়িয়েছিল ৭০ লাখ টাকা। বিষয়টি বুঝেই হেসে লিটন মজা করে বললেন, “আপনারারা ৫ লাখ বাড়িয়ে দেন না কেন!”

১২ বছর পর বিপিএলে নিলাম পদ্ধতি ফিরেছে। বেশির ভাগ জাতীয় দলের খেলোয়াড় সরাসরি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করলেও লিটন দাস ছিলেন নিলামে। ‘এ’ ক্যাটাগরিতে তাঁর ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। এখানেই মোহাম্মদ নাঈম ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হয়েছেন, আর লিটনকে রংপুর নিয়েছে ৭০ লাখে। তাওহিদ হৃদয়ও পেয়েছেন বেশি—৯২ লাখ টাকায় তাঁকে দলে নিয়েছে একই ফ্র্যাঞ্চাইজি।

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে নিলাম মূল্য নিয়ে প্রশ্ন তোলা হলে লিটন দাস শান্তভাবে বলেন, “এটা আমার নিয়ন্ত্রণে না। আমার নিয়ন্ত্রণে যা আছে, আমি সেটাই করি। আমি স্রষ্ঠায় বিশ্বাস করি—তিনি যদি চান বেশি দেবেন, না চাইলে দেবেন না। তাঁর মনে হয়েছে ৭০ লাখই যথেষ্ট, তাহলে তাই।”

সংবাদ সম্মেলন শেষে তাঁকে আবার জিজ্ঞেস করা হয়—কোটিপতি হতে না পারার আফসোস নেই? লিটনের হাসিমুখেই জবাব, “আমি তো বললাম, স্রষ্ঠায় বিশ্বাস করি। যেটা আছে, এটাতেই খুশি।”


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুতিনকে মনোযোগ ঘোরাতে বলেছেন ট্রাম্প

পুতিনকে মনোযোগ ঘোরাতে বলেছেন ট্রাম্প