ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 21, 2025 ইং
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের কর্মসূচি ছবির ক্যাপশন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের কর্মসূচি
ad728

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের আওয়ামী লীগপন্থী ডিনদের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। রোববার সকালে তিনি রাকসু ভবনের সামনে অবস্থান নেন।

কর্মসূচির সময় ছয় ডিনের কেউ ক্যাম্পাসে উপস্থিত না থাকায় সালাহউদ্দিন আম্মার গণমাধ্যমকর্মীদের সামনে একে একে তাঁদের ফোন করেন এবং উপাচার্য বরাবর লেখা তাঁদের উদ্দেশে তৈরি করা পদত্যাগপত্র প্রকাশ করেন।

যাঁদের পদত্যাগ দাবি করা হয়েছে, তাঁরা হলেন—আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের ডিন নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এস এম একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের ডিন বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের ডিন এ এইচ এম সেলিম রেজা।

রাকসু ভবনের সামনে বক্তব্যে আম্মার বলেন, ডিনদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ ক্যাম্পাসে নেই। ফোনে তাঁরা জানিয়েছেন, তাঁরা আর ডিনের দায়িত্ব পালন করতে আগ্রহী নন।

আম্মারের তৈরি করা পদত্যাগপত্রে বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সময় সংশ্লিষ্ট ডিনদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ওই সময় তাঁদের কিছু সিদ্ধান্ত, বক্তব্য ও অবস্থান শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার ও স্বার্থের পরিপন্থী ছিল—এমন অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

পত্রে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থ ও শিক্ষাবান্ধব পরিবেশ বিবেচনায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁরা স্বেচ্ছায় ডিনের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ডিনদের ফোন করার পর সালাহউদ্দিন আম্মার আওয়ামী লীগপন্থী শিক্ষকদের খুঁজতে বিভিন্ন বিভাগে যান। তিনি ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার এবং সাবেক সহ-উপাচার্য মো. সুলতান–উল–ইসলামকে খুঁজতে গিয়ে তাঁদের না পেয়ে বিভাগের সভাপতির সঙ্গে কথা বলেন। পরে তিনি সিরাজী ভবনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক এন এ এম ফয়সাল আহমেদকে খুঁজতে যান।

গণমাধ্যমকে আম্মার বলেন, ছয় ডিনের কেউ অসুস্থ, কেউ চিকিৎসাধীন কিংবা বৈঠকে থাকায় আজ ক্যাম্পাসে আসেননি। এ কারণে তাঁদের কার্যালয়ে তালা দেওয়ার কর্মসূচি থেকে সরে আসা হয়েছে। শিক্ষার্থীদের সময় অত্যন্ত মূল্যবান উল্লেখ করে তিনি দ্রুত নতুন ডিন নিয়োগের আহ্বান জানান এবং তালা দেওয়ার সংস্কৃতি পরিহারের কথা বলেন।

আম্মারের ভাষ্য অনুযায়ী, ছয়জন ডিন সম্মিলিতভাবে প্রশাসনকে জানিয়েছেন যে তাঁরা দায়িত্ব পালনে অক্ষম। এ অবস্থায় শিক্ষার্থীদের দুটি দাবি রয়েছে—ডিনদের পদত্যাগ এবং তাঁদের বিষয়ে বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখা। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট কিছু শিক্ষক এখনো জুলাই আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন ‘ন্যারেটিভ’ তৈরি করছেন, যা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলছে।

এর আগে শনিবার নিজের ফেসবুক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেন সালাহউদ্দিন আম্মার।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত ডিন নির্বাচনে ১২টি অনুষদের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগপন্থী হলুদ প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হন। গত বুধবার তাঁদের মেয়াদ শেষ হলেও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশ দেন উপাচার্য।

এদিকে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকাশ্য হুমকি ও ঘোষণার কারণে অনেক শিক্ষক নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিলামে ৭০ লাখ—তবু দারুণ আনন্দে লিটন দাস: ‘স্রষ্ঠা যা দেন, তা

নিলামে ৭০ লাখ—তবু দারুণ আনন্দে লিটন দাস: ‘স্রষ্ঠা যা দেন, তা