ঢাকা | বঙ্গাব্দ

বাবর আজমকে ফেরানো হলো টি-টোয়েন্টি দলে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
বাবর আজমকে ফেরানো হলো টি-টোয়েন্টি দলে ছবির ক্যাপশন: বাবর আজম
ad728

পাকিস্তানের ক্রিকেটে দলীয় পরিবর্তন নতুন ঘটনা নয়। সম্প্রতি মোহাম্মদ রিজওয়ানকে ওয়ানডে দলে নেতৃত্ব থেকে সরানোর পর এবার টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনা হলো বাবর আজমকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে।

টেস্ট সিরিজ শেষ হওয়ার পর, ২৮ অক্টোবর থেকে লাহোর ও রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। এরপর ১৭ থেকে ২৯ নভেম্বর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হবে। এশিয়া কাপ এবং প্রস্তুতিমূলক ত্রিদেশীয় সিরিজে বাবরের অনুপস্থিতি এবং দলের ধারাবাহিক ব্যর্থতার পর পিসিবি তাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে।

১৫ সদস্যের টি-২০ স্কোয়াড:
সালমান আলি আঘা (ক্যাপ্টেন), আবদুল সামাদ, আব্রার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নবাজ, মোহাম্মদ নবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মিরজা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।
রিজার্ভ: ফখর জমান, হারিস রউফ, সুফিয়ান মোকিম।

১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড:
শাহীন শাহ আফ্রিদি (ক্যাপ্টেন), আব্রার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আক্রাম, ফখর জমান, হারিস রউফ, হাসীবুল্লাহ, হাসান নবাজ, হুসাইন তালাত, মোহাম্মদ নবাজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আলি আঘা।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালীতে ইয়াবা, পিস্তল ও গুলিসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীতে ইয়াবা, পিস্তল ও গুলিসহ মাদক কারবারি গ্রেফতার