ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে কিশোরী যাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় ইজিবাইকচালকের মৃত্যুদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
মাদারীপুরে কিশোরী যাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় ইজিবাইকচালকের মৃত্যুদণ্ড ছবির ক্যাপশন: কিশোরী যাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় ইজিবাইকচালকের মৃত্যুদণ্ড
ad728

মাদারীপুরে মাদ্রাসার এক ছাত্রীকে (১৭) ধর্ষণ ও হত্যা মামলায় ইজিবাইকচালক সাজ্জাদ হোসেন খানকে (৫৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ পরিশোধ না হলে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থ প্রদান করতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন খান সদর উপজেলার পূর্ব খাগদী এলাকার বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ জুলাই মাদারীপুর সদর উপজেলার পূর্ব খাগদী এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বাবা লাশ শনাক্ত করে ১৫ জুলাই সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ইজিবাইকচালক সাজ্জাদকে গ্রেপ্তার করে।

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাজ্জাদ জানান, ২০১৯ সালের ১১ জুলাই বৃষ্টির মধ্যে শহরের ইটেরপুল এলাকা থেকে চরমুগরিয়া যাওয়ার পথে মেয়েটিকে তাঁর ইজিবাইকে তোলেন। অন্য কোনো যাত্রী না থাকায় ব্যক্তিগত কাজের অজুহাতে মেয়েটিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশের সঙ্গে ইট বেঁধে পাশের পুকুরে ফেলে দেন।

নিহত শিক্ষার্থীর বাবা বলেন, ‘এই রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার পেয়েছি। এখন দ্রুত আসামির ফাঁসি কার্যকর করা হোক।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীফ সাইফুল কবীর বলেন, দীর্ঘ ছয় বছর বিচারপ্রক্রিয়া শেষে আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রপক্ষ এতে সন্তুষ্ট।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানসিক সংস্কার ছাড়া বাস্তব সংস্কার সম্ভব নয়: সালাহউদ্দিন আহম

মানসিক সংস্কার ছাড়া বাস্তব সংস্কার সম্ভব নয়: সালাহউদ্দিন আহম