ঢাকা | বঙ্গাব্দ

পুলিশের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব আটকে আছে ৪ কারণে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
পুলিশের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব আটকে আছে ৪ কারণে ছবির ক্যাপশন: পুলিশ
ad728

অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশন শতাধিক সংস্কার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে সরকারের নির্দেশে বাস্তবায়নযোগ্য ১৮টি সুপারিশের মধ্যে ১১টি বাস্তবায়ন করেছে পুলিশ। তবে বাকি সাতটি সুপারিশ আটকে আছে চারটি প্রধান কারণে।

পুলিশ সদর দপ্তরের তৈরি অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, অর্থের অভাবে চারটি সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। একাধিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা থাকায় আটকে আছে পাঁচটি প্রস্তাব। কিছু সুপারিশ বাস্তবায়নে চর্চা ও প্রশিক্ষণের অভাব রয়েছে, যা সময়সাপেক্ষ।

এ ছাড়া আদালতের অনুমতি ছাড়া এজাহারবহির্ভূত আসামিকে গ্রেপ্তার না করার প্রস্তাবটি বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে পুলিশ। তাদের যুক্তি, মামলার সময় সব আসামির নাম এজাহারে দেওয়া সম্ভব হয় না। তদন্তের সময় নতুন আসামির সম্পৃক্ততা উদ্‌ঘাটিত হয়, তাই তাৎক্ষণিক গ্রেপ্তার না করলে তারা পালিয়ে যেতে পারে।

গত ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, এবং জুনের শেষ দিকে পুলিশ সদর দপ্তরকে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, “আশু বাস্তবায়নযোগ্য সংস্কারের নির্দেশনা সংশ্লিষ্ট ইউনিটগুলোকে দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে সদস্যদের প্রশিক্ষণ ও অভ্যাস গড়ে তোলার প্রয়োজন, যা সময় নিচ্ছে। অন্য কিছু বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।”


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
যশোরের ৩৭ দপ্তরের ৭৫টি অভিযোগের শুনানি

যশোরের ৩৭ দপ্তরের ৭৫টি অভিযোগের শুনানি