ঢাকা | বঙ্গাব্দ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ ছবির ক্যাপশন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ
ad728

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রশ্নে পাঁচজন মার্কিন আইনপ্রণেতার চিঠির প্রসঙ্গ তুলে ধরা হলে প্রেস সচিব জানান, তিনি ওই চিঠি দেখেননি এবং এ বিষয়ে অবগত নন।

তবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে শফিকুল আলম বলেন, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগসহ এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাধানগরে ৩৬ ঘণ্টার টানা লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক বিজয়

রাধানগরে ৩৬ ঘণ্টার টানা লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক বিজয়