ঢাকা | বঙ্গাব্দ

ভাষার ভিন্নতা থেকে জীবনের বৈষম্য: পাহাড়ের মেয়ে হেমা চাকমার অভিজ্ঞতা ও স্বপ্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
ভাষার ভিন্নতা থেকে জীবনের বৈষম্য: পাহাড়ের মেয়ে হেমা চাকমার অভিজ্ঞতা ও স্বপ্ন ছবির ক্যাপশন: মং হাই সিং মারমা — পাহাড়ি তরুণদের স্বপ্ন, সংগ্রাম ও সম্ভাবনার প্রতীক হেমা চাকমা।
ad728

বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছেন হেমা চাকমা। তিনি তুলে ধরেছেন ভাষা, জাতিগত পরিচয়, লিঙ্গ, ও অর্থনৈতিক অবস্থার কারণে যে বৈষম্যের মুখোমুখি হতে হয় পাহাড়ি তরুণদের, তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। জন্মের সূত্রে নয়, সমাজ ও রাষ্ট্রের কাঠামোগত বৈষম্যই মানুষের সম্ভাবনা কেড়ে নেয়—এই বেদনামিশ্র সত্যই প্রতিফলিত হয়েছে তাঁর লেখায়। হেমার স্বপ্ন, এমন এক বাংলাদেশ যেখানে ভাষা, জাতি, বা লিঙ্গ নয়—মানবিক মূল্যবোধই হবে পরিচয়ের ভিত্তি।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য