ঢাকা | বঙ্গাব্দ

জামালপুরে দুই আন্তনগর ট্রেনের দৈনিক বিলম্ব, ভোগান্তিতে যাত্রীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
জামালপুরে দুই আন্তনগর ট্রেনের দৈনিক বিলম্ব, ভোগান্তিতে যাত্রীরা ছবির ক্যাপশন: সরিষাবাড়ী রেলস্টেশন: ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটের আন্তনগর ট্রেন যাত্রীরা বিলম্বে পৌঁছানোর কারণে ভোগান্তিতে পড়ছেন। ছবি: সংগৃহীত
ad728

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটের দুই আন্তনগর ট্রেন – জামালপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস – প্রতিদিনই বিলম্বে চলাচল করছে। এছাড়া যমুনা এক্সপ্রেস মধ্যরাতে চলাচল করায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।

যাত্রীরা অভিযোগ করেছেন, ট্রেনের সময়সূচি অসমঞ্জস্য এবং ধীরগতির কারণে প্রতিদিন দেরিতে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। দিনে ঢাকামুখী কোনো ট্রেন না থাকায় অনেকে বিকল্প হিসেবে বাস ব্যবহার করছেন, যার ফলে ট্রেনের যাত্রী সংখ্যা কমছে।

রেলওয়েতের নির্ধারিত সূচি অনুযায়ী জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ঢাকা ছেড়ে বিকেল ৩টা ৪০ মিনিটে তারাকান্দি পৌঁছানো উচিত। অগ্নিবীণা এক্সপ্রেস সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে বিকেল ৪টা ৫৫ মিনিটে তারাকান্দি পৌঁছায়। যমুনা এক্সপ্রেস বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে রাত ১০টা ৫৫ মিনিটে পৌঁছানো কথা থাকলেও, বাস্তবে রাত ১২টার দিকে পৌঁছায়।

দুটি ট্রেন মাত্র ১৫-২০ মিনিটের ব্যবধানে সরিষাবাড়ী স্টেশনে আসা-যাওয়া করে, যার কারণে সময়সূচি থেকে পিছিয়ে গন্তব্যে দেরিতে পৌঁছানো হচ্ছে। রাতের ট্রেন যাত্রায় নারীর নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।

রেলওয়ের প্রতিনিধিরা জানিয়েছেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব (ইব্রাহীমাবাদ) স্টেশনের সংস্কারকাজের কারণে ট্রেনের রুট পরিবর্তিত হয়েছে। স্টেশনের কাজ শেষ হলে পূর্বের রুটে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সময়সূচি পরিবর্তনের জন্য ডিজির অনুমোদন প্রয়োজন।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরের প্রকল্প স্থগিত

হাওরের প্রকল্প স্থগিত