ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়া সফলভাবে পরীক্ষা চালালো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
রাশিয়া সফলভাবে পরীক্ষা চালালো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র। ছবির ক্যাপশন: ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতীকী দৃশ্য
ad728

রাশিয়া সফলভাবে পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেসতনিক’-এর পরীক্ষা চালিয়েছে। দেশটির দাবি, এ ক্ষেপণাস্ত্র যেকোনো প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার জানান, রাশিয়া শিগগিরই এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নেবে।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানান, ২১ অক্টোবর পরীক্ষাটি সম্পন্ন হয়। এ সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৪ হাজার কিলোমিটার (৮ হাজার ৭০০ মাইল) দূরত্ব অতিক্রম করে প্রায় ১৫ ঘণ্টা আকাশে অবস্থান করে।

পুতিন বলেন, একসময় রুশ বিশেষজ্ঞরা তাঁকে জানিয়েছিলেন যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব। কিন্তু এখন গুরুত্বপূর্ণ এই পরীক্ষার মাধ্যমে সেটি সম্ভব হয়েছে।

ইউক্রেন যুদ্ধ পরিচালনার দায়িত্বে থাকা জেনারেলদের সঙ্গে বৈঠকে পুতিন আরও বলেন, “এটি এমন এক অনন্য অস্ত্র, যার সমকক্ষ বিশ্বে আর নেই।” তাঁর এই বক্তব্য ক্রেমলিন আজ প্রকাশ করে।

গেরাসিমভ জানান, পারমাণবিক শক্তিচালিত এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দীর্ঘপথ অতিক্রম করেছে। যদিও এর পাল্লা কার্যত সীমাহীন, এটি সহজেই যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে সক্ষম।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
৪০০ প্রজাতির পাখির ছবি তুলেছেন রাজশাহীর এই দম্পতি

৪০০ প্রজাতির পাখির ছবি তুলেছেন রাজশাহীর এই দম্পতি