ঢাকা | বঙ্গাব্দ

ডাকসু সমাজসেবা সম্পাদক জুবায়েরের ধাওয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
ডাকসু সমাজসেবা সম্পাদক জুবায়েরের ধাওয়া ছবির ক্যাপশন: ডাকসু সমাজসেবা সম্পাদক জুবায়েরের ধাওয়া
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে হেনস্তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের)। আজ বৃহস্পতিবার দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এই ঘটনা ঘটে। একপর্যায়ে অধ্যাপক জামাল দৌড়ে পালাতে গেলে জুবায়ের তাঁকে ধাওয়া করেন। পরে অধ্যাপক একটি গাড়িতে উঠে ক্যাম্পাস ত্যাগ করতে সক্ষম হন।

ঘটনার পর এ বি জুবায়ের ফেসবুকে লিখেছেন, পাঁচজন ‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষক গোপন বৈঠকে যুক্ত ছিলেন। তবে তাঁরা আগে থেকে প্রস্তুত করা গাড়িতে চড়ে পালিয়ে যান।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আ ক ম জামাল উদ্দীনসহ কয়েকজন আওয়ামী লীগপন্থী শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে উপস্থিত ছিলেন। খবর পেয়ে ডাকসু নেতা এ বি জুবায়েরের নেতৃত্বে কিছু শিক্ষার্থী তাদের ধাওয়া করে।

এ বি জুবায়ের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনের পর তিনি ক্যাম্পাসে ভ্রাম্যমাণ দোকান, হকার, মাদকসেবী ও ভবঘুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে আলোচনায় আসেন।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, জুবায়ের অধ্যাপক জামালকে জাপটে ধরার চেষ্টা করছেন। শিক্ষক নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে হুডি খুলে ফেলেন এবং দৌড়ে পালানোর চেষ্টা করেন। জুবায়ের তখনও গাড়ির দরজা ধরে তাঁকে টেনে নামানোর চেষ্টা করেন।

অধ্যাপক জামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, তারা উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য গিয়েছিলেন। ফেরার পথে ছাত্ররা তাঁদের সামনে ব্যারিকেড দেয় এবং হামলা চালায়। তিনি অভিযোগ করেন, ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিনাত হুদা বলেন, শিক্ষকদের ওপর হামলা এখন একটি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। তিনি এই ঘটনাকে হত্যাচেষ্টা হিসেবে দেখছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রক্টর ও উপাচার্য এখনও কোনো পদক্ষেপ নেননি।

You said:

নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একান্ত ভালো লাগার শিল্প উৎসব ‘দায়সারা’ চলছে ধানমন্ডি লেকে

একান্ত ভালো লাগার শিল্প উৎসব ‘দায়সারা’ চলছে ধানমন্ডি লেকে