ঢাকা | বঙ্গাব্দ

সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষকসহ ৭ পদে নিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষকসহ ৭ পদে নিয়োগ ছবির ক্যাপশন: সাভার সেনানিবাসে অবস্থিত সেনা পাবলিক স্কুল ও কলেজে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতীকী ছবি
ad728

প্রথম আলো ডেস্ক, ৯ নভেম্বর ২০২৫:

সাভার সেনানিবাসের সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষকসহ সাতটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

১. সহকারী শিক্ষক (ইংরেজি) – ২টি (পুরুষ ১, মহিলা ১)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান থাকতে হবে।
বেতন গ্রেড: ১০ম।

২. অফিস সুপারিনটেনডেন্ট – ১টি
যোগ্যতা: সেনাবাহিনীর করণিক পদে অবসরপ্রাপ্ত জেসিও বা সার্জেন্ট।
বেতন গ্রেড: ১২তম।

৩. পরিচ্ছন্নতাকর্মী – ৪টি (পুরুষ ২, মহিলা ২)
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাস। বিবাহিত হতে হবে।
বেতন গ্রেড: ২০তম।

বয়সসীমা:

২৩ নভেম্বর ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩৫ বছর (পরিচ্ছন্নতাকর্মী পদের ক্ষেত্রে ব্যতিক্রম)।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ওয়েবসাইটে —
👉 www.spscsavarcantt.edu.bd অথবা
👉 https://spscsavarcanttjobs.apply.ac

আবেদন ফি:

  • সহকারী শিক্ষক: ৭০০ টাকা

  • অফিস সুপারিনটেনডেন্ট: ৫০০ টাকা

  • পরিচ্ছন্নতাকর্মী: ৪০০ টাকা
    (সার্ভিস চার্জ প্রযোজ্য)

সময়সূচি:

  • আবেদন শুরু: ৬ নভেম্বর ২০২৫

  • আবেদন শেষ: ২৩ নভেম্বর ২০২৫ (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত)

  • লিখিত পরীক্ষা: ২৮ নভেম্বর সকাল ১০টা, প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
    লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে: ‘আম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে: ‘আম