রাজধানীর ধানমন্ডি লেকে শুরু হয়েছে এক ব্যতিক্রমধর্মী শিল্প প্রদর্শনী—‘দায়সারা’। একাডেমিক সীমাবদ্ধতার বাইরে গিয়ে, শুধুমাত্র নিজের ভালো লাগা থেকে তৈরি শিল্পকর্মগুলো এখানে স্থান পেয়েছে মুক্ত পরিবেশে। ‘দায়সারা’ এমন এক প্রদর্শনী, যেখানে শিল্পীরা উপস্থাপন করছেন সেইসব কাজ, যা তাঁরা সৃষ্টি করেছেন নিখুঁত হওয়ার চিন্তা ছাড়াই—শুধু নিজের আনন্দের জন্য।
প্রদর্শনীতে কেউ এনেছেন অসম্পূর্ণ স্কেচ, কেউ খুঁজে পাওয়া বস্তু, বুননকৌশল, অরিগামি, ভাস্কর্য, ইনস্টলেশন কিংবা পরিবেশভিত্তিক শিল্পকর্ম। সব মিলিয়ে এটি হয়ে উঠেছে সৃষ্টিশীলতার এক উন্মুক্ত মঞ্চ।
এ আয়োজনের অংশ হয়েছেন প্রায় ৩০ জন নবীন ও অভিজ্ঞ শিল্পী। তাঁদের কাজের মাধ্যমে ফুটে উঠেছে ব্যক্তিগত ভাবনা, জীবনের খণ্ডচিত্র, স্বাধীন সৃষ্টির আনন্দ এবং দৃষ্টির নতুন দিগন্ত।
‘বিশ্ব শিল্পী দিবস’ উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী শুরু হয়েছে ২৫ অক্টোবর এবং চলবে ২৭ অক্টোবর পর্যন্ত, ধানমন্ডি লেকের বিভিন্ন স্থানে।
Jatio Khobor