ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছবির ক্যাপশন: ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শুক্রবার সকাল ১১টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন এবং সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। পোস্টে তিনি একটি ভিডিওও যুক্ত করেছেন।

ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে বিএনপি মনোনয়ন পেয়েছেন নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জামায়াতের প্রার্থী এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এ আসনে প্রার্থী ঘোষণা করেনি।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। গত বুধবার বিকেল পাঁচটার দিকে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে।

তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট গ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি, একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে।

আসিফ মাহমুদ সবশেষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ভোটার এলাকা পরিবর্তন করে তিনি ধানমন্ডিতে ভোটার হয়েছেন এবং এবার ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

অন্যদিকে মাহফুজ আলমও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তার ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম জানিয়েছেন, মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করতে পারেন। তিনি কোন দল থেকে অংশ নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওসমান হাদির হত্যাচেষ্টা মামলায় দুইজনকে ৩ দিনের রিমান্ড

ওসমান হাদির হত্যাচেষ্টা মামলায় দুইজনকে ৩ দিনের রিমান্ড