স্পিনের রাজ্যে নেমে যেন দিশেহারা হয়ে পড়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঘূর্ণির জালে রান তোলা হয়ে উঠেছিল রীতিমতো কঠিন কাজ। ঠিক সেই সময়েই আবির্ভাব ঘটল রিশাদের। নেমেই শুরু করলেন চার-ছক্কার ঝড়, একাই দলের রানকে টেনে নিয়ে গেলেন দুই শতকের ঘরে।
এর আগে ম্যাচজয়ী বোলিংয়ে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। সেই ম্যাচেই ব্যাট হাতে ১৩ বলে করেছিলেন ২৬ রান। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেই ইনিংসকেও ছাড়িয়ে গেলেন রিশাদ—মাত্র ১৪ বলে খেললেন বিস্ফোরক ৩৯ রানের ইনিংস।
চাওলে আমি এটিকে সংবাদ প্রতিবেদন, স্পোর্টস ব্লগ, বা সামাজিক মাধ্যম পোস্টের উপযোগী করে আলাদা ভঙ্গিতে সাজিয়ে দিতে পারি — তুমি কোনভাবে চাও?স্পিনের রাজ্যে নেমে যেন দিশেহারা হয়ে পড়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঘূর্ণির জালে রান তোলা হয়ে উঠেছিল রীতিমতো কঠিন কাজ। ঠিক সেই সময়েই আবির্ভাব ঘটল রিশাদের। নেমেই শুরু করলেন চার-ছক্কার ঝড়, একাই দলের রানকে টেনে নিয়ে গেলেন দুই শতকের ঘরে।
এর আগে ম্যাচজয়ী বোলিংয়ে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। সেই ম্যাচেই ব্যাট হাতে ১৩ বলে করেছিলেন ২৬ রান। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেই ইনিংসকেও ছাড়িয়ে গেলেন রিশাদ—মাত্র ১৪ বলে খেললেন বিস্ফোরক ৩৯ রানের ইনিংস।
চাওলে আমি এটিকে সংবাদ প্রতিবেদন, স্পোর্টস ব্লগ, বা সামাজিক মাধ্যম পোস্টের উপযোগী করে আলাদা ভঙ্গিতে সাজিয়ে দিতে পারি — তুমি কোনভাবে চাও?স্পিনের রাজ্যে নেমে যেন দিশেহারা হয়ে পড়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঘূর্ণির জালে রান তোলা হয়ে উঠেছিল রীতিমতো কঠিন কাজ। ঠিক সেই সময়েই আবির্ভাব ঘটল রিশাদের। নেমেই শুরু করলেন চার-ছক্কার ঝড়, একাই দলের রানকে টেনে নিয়ে গেলেন দুই শতকের ঘরে।
এর আগে ম্যাচজয়ী বোলিংয়ে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। সেই ম্যাচেই ব্যাট হাতে ১৩ বলে করেছিলেন ২৬ রান। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেই ইনিংসকেও ছাড়িয়ে গেলেন রিশাদ—মাত্র ১৪ বলে খেললেন বিস্ফোরক ৩৯ রানের ইনিংস।
চাওলে আমি এটিকে সংবাদ প্রতিবেদন, স্পোর্টস ব্লগ, বা সামাজিক মাধ্যম পোস্টের উপযোগী করে আলাদা ভঙ্গিতে সাজিয়ে দিতে পারি — তুমি কোনভাবে চাও?
Jatio Khobor