চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর গ্রুপ পর্ব এখনো শেষ হয়নি, তবে সেমিফাইনালে ওঠা চার দল ইতোমধ্যেই নির্ধারিত—অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত।
আগামী বুধবার (২৯ অক্টোবর) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। পরদিন, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া লড়বে ভারতের বিপক্ষে।
অপরাজিত অস্ট্রেলিয়া এখন পর্যন্ত সাত ম্যাচে ছয় জয় ও এক পরিত্যক্ত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে তারা সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে এবং স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের ফেভারিট দল হিসেবে বিবেচিত। যদিও তাদের প্রতিপক্ষ ভারতও বেশ শক্তিশালী।
দক্ষিণ আফ্রিকা পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। ইংল্যান্ডের সংগ্রহ ৯ পয়েন্ট—নিউজিল্যান্ডকে হারাতে পারলে তারাও দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। অন্যদিকে, ভারত ছয় ম্যাচে তিন জয় ও তিন হারে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। তাদের শেষ গ্রুপ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে।
বাংলাদেশ ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। একই পরিণতি হয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডেরও।
সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। কোনো ম্যাচে ফল না এলে পরদিন খেলা অনুষ্ঠিত হবে। তবে সেমিফাইনালে যদি ফলাফল নির্ধারণ না হয়, তাহলে গ্রুপ পর্বে বেশি পয়েন্ট পাওয়া দল ফাইনালে উঠবে। ফাইনালেও যদি ফল না আসে, তাহলে দুই দল যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
Jatio Khobor