ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় এনসিপি শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
খুলনায় এনসিপি শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ ছবির ক্যাপশন: খুলনায় এনসিপি শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ
ad728

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদার (৪২) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

এনসিপির খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ জানান, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক। তিনি আসন্ন বিভাগীয় শ্রমিক সমাবেশের প্রস্তুতিসহ সাংগঠনিক কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোতালেব শিকদারকে দুর্বৃত্তরা গুলি করলে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে মাথার সিটি স্ক্যানের জন্য তাঁকে নগরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি বাসার ভেতরে তাঁকে গুলি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এদিকে ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্য বেনাপোল সীমান্তসহ আশপাশের এলাকায় কড়াকড়ি নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সীমান্ত পার হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। এ জন্য সীমান্তের প্রতিটি পয়েন্টে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল ক