ঢাকা | বঙ্গাব্দ

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তানের ধীরগতির ব্যাটিং, দক্ষিণ আফ্রিকার হতাশাজনক ফিল্ডিং

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তানের ধীরগতির ব্যাটিং, দক্ষিণ আফ্রিকার হতাশাজনক ফিল্ডিং ছবির ক্যাপশন: রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তানের ধীরগতির ব্যাটিং,...
ad728

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষ হয়েছে পাকিস্তানের ব্যাটসম্যানদের ধীরস্থির ব্যাটিং আর দক্ষিণ আফ্রিকার ফিল্ডারদের কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করার গল্পে। প্রথম সেশনে ১ উইকেট হারালেও পরের দুই সেশনে আরও ২টি করে উইকেট হারিয়েছে পাকিস্তান। দিন শেষে স্কোরবোর্ডে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান। ওভারপ্রতি রান এসেছে তিনের নিচে। ক্রিজে আছেন সৌদ শাকিল (৪২*) ও সালমান আগা (১০*)।

দিনের সেরা জুটি ছিল শান মাসুদ ও আবদুল্লাহ শফিকের দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ। দুজন গড়েন ১১১ রানের জুটি। শান মাসুদ করেন দিনের সর্বোচ্চ ৮৭ রান, যদিও ৭১ রানে তিনি একটি জীবন পান। অপর ওপেনার শফিক করেন ৫৭ রান—তাঁরও ছিল ভাগ্যের সহায়তা। প্রথম ওভারে শূন্য রানে একবার ও পরে ৪১ রানে ক্যাচ তুলে বেঁচে যান তিনি।

যদিও পাকিস্তান প্রথম সেশনে ভালো শুরু করেছিল, দক্ষিণ আফ্রিকা পরের সেশনে ঘুরে দাঁড়ায়। তবে ক্যাচ মিসের কারণে তারা চাপে পড়ে। বিশেষ করে শফিক ও মাসুদের ক্যাচগুলো ফেলায় বড় মূল্য দিতে হয়েছে।

চতুর্থ ব্যাটসম্যান বাবর আজম মাত্র ১৬ রান করে কেশব মহারাজের বলে টনি ডি জর্জির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। ২০২২ সালের ডিসেম্বরে করাচি টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার শতক করা বাবরের টেস্ট সেঞ্চুরি খরা এখন ১০৩০ দিনের। তাঁর আউটেই স্তব্ধ হয়ে যায় রাওয়ালপিন্ডির গ্যালারি।

রিজওয়ানও আজ বেশি সময় টিকতে পারেননি। ১৯ রান করে কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউ হন তিনি। দিন শেষ পর্যন্ত সৌদ শাকিল ও সালমান আগা অবিচ্ছিন্ন ১৩ রানের জুটি গড়ে দলকে টেনে নিয়ে যান।

বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে সফল ছিলেন দুই স্পিনার কেশব মহারাজ ও সাইমন হারমার, দুজনই ২টি করে উইকেট নেন।

এদিন টেস্টে অভিষেক হয়েছে পাকিস্তানের ৩৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদির।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
পাকিস্তান ১ম ইনিংস: ২৫৯/৫ (৯১ ওভার)
শান মাসুদ ৮৭, আবদুল্লাহ শফিক ৫৭, সৌদ শাকিল ৪২; মহারাজ ২/৬৩, হারমার ২/৭৫*


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ