ঢাকা | বঙ্গাব্দ

সচিবালয় ভাতা দাবি: পাঁচজন কর্মকর্তা–কর্মচারীকে পুলিশ আটক, কর্মবিরতির ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
সচিবালয় ভাতা দাবি: পাঁচজন কর্মকর্তা–কর্মচারীকে পুলিশ আটক, কর্মবিরতির ঘোষণা ছবির ক্যাপশন: সচিবালয় ভাতা দাবি: পাঁচজন কর্মকর্তা–কর্মচারীকে পুলিশ আটক, কর্মবিরতির ঘোষণা
ad728

বিকেল সচিবালয়ে ‘সচিবালয় ভাতা’ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করায় পাঁচজন কর্মকর্তা–কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির এবং সহসভাপতি মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী রয়েছেন। তাঁদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

বাদিউল কবির জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এবং মোহাম্মদ শাহীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। অন্য তিনজন হলেন—রোমান গাজী, আবু বেলাল ও কামাল হোসেন, যাদের মধ্যে দু’জন অফিস সহায়ক। ডিএমপি যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান সাংবাদিকদের নিশ্চিত করেছেন, আইন ভাঙার অভিযোগে এই পাঁচজনকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার সরকারি কর্মচারীরা সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ রাখেন। তবে আজ তাঁরা বেলা তিনটার মধ্যে প্রজ্ঞাপন জারির আশ্বাস না পাওয়ায় সচিবালয়ে জড়ো হয়ে সমাবেশ ও কর্মবিরতি পালন করেন। সমাবেশে উল্লেখ করা হয়, প্রজ্ঞাপন না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে।

ডিএমপির যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান বলেন, সচিবালয় প্রশাসনের কেন্দ্রবিন্দু এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। উচ্ছৃঙ্খল আচরণ, হুমকি এবং আইন ভঙ্গের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

অন্যদিকে, নবম পে–স্কেল ও সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তা–কর্মচারীরা। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই কর্মসূচিতে শতাধিক কর্মকর্তা–কর্মচারী অংশ নেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে নবম পে–স্কেল বাস্তবায়ন হয়নি এবং সচিবালয়ের কর্মচারীদের মতো তাঁদেরও ভাতা প্রদান নিশ্চিত করতে হবে।

You said:

নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভক্তি ও রাজনীতি: ঐক্যর আহ্বান

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভক্তি ও রাজনীতি: ঐক্যর আহ্বান