ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে ছবির ক্যাপশন: গাজীপুরের শিরিরচালায় কয়েল কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ad728



গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার একটি কয়েল উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা পৌনে একটার দিকে ‘ফিনিশ’ নামের প্রতিষ্ঠানটির গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন কারখানার অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে পরিস্থিতি গুরুতর হওয়ায় আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। মোট সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। বেলা আড়াইটার দিক পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে সব ইউনিট সর্বোচ্চ চেষ্টা করছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা-১০ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললেন সাবেক উপদেষ্টা আ

ঢাকা-১০ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললেন সাবেক উপদেষ্টা আ