ঢাকা | বঙ্গাব্দ

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 21, 2025 ইং
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন ছবির ক্যাপশন: প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন
ad728

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সরকারের দুর্বলতার কারণেই দেশে ‘মবতন্ত্র’ প্রশ্রয় পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি কঠোর হাতে দমন করা জরুরি।

রোববার দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই ঘটনায় সরকারের দায় সবচেয়ে বেশি। তাঁর ভাষায়, ‘এ ধরনের ঘটনার পূর্বাভাস ইন্টেলিজেন্স রিপোর্টে থাকার কথা, এমনকি আমরা নিজেরাও সে তথ্য জেনেছি। কিন্তু তা কেন গুরুত্বসহকারে নেওয়া হলো না?’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ঘটনার এক থেকে দুই ঘণ্টা পর প্রতিক্রিয়া দেখা গেছে—এটি কেন হলো, তার ব্যাখ্যা প্রয়োজন।

গণমাধ্যম কার্যালয়ে হামলার দৃশ্য বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে, তা আমাদের জন্য জাতিগতভাবে লজ্জার। শুধু দুঃখ প্রকাশ করে এই অধ্যায় শেষ করা যাবে না।’

গণমাধ্যমকে সমাজের দর্পণ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আজ সেই দর্পণ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। কিন্তু সাংবাদিকদের সাহস ও সততার দর্পণ যেন ভেঙে না পড়ে।’

তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম গণতন্ত্র। কিন্তু কেন তা মবোক্রেসিতে রূপ নেবে? কেন মবতন্ত্রকে লালন করতে দেওয়া হবে?’

২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁর ফিরে আসাকে গণতন্ত্র শক্তিশালী করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বিএনপি। কোনো ব্যক্তিকেন্দ্রিক বা দলতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য দলের নেই বলেও তিনি স্পষ্ট করেন।

সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, বাংলাদেশ ‘সি’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, বাংলাদেশ ‘সি’