বরিশাল বিভাগ থেকে সোহাগ গাজীকে অধিনায়ক করার সুপারিশ করা হয়েছিল। জাতীয় নির্বাচক প্যানেলের সূত্রে জানা গেছে, বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি এই প্রস্তাব করেছিলেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা গ্রহণ করেনি।
বরিশালের অধিনায়ক হওয়া তো দূরের কথা, জাতীয় লিগেও সোহাগ গাজী খেলতে পারছেন না। ফিটনেস টেস্টে ফেল হওয়ায় তাকে জাতীয় লিগের চার দিনের ক্রিকেটে খেলা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া, একাদশ বিপিএলের ফিক্সিং ইস্যুর কারণে তদন্ত কমিটি তাঁকে ‘রেড জোন’-এ রেখেছে। এই দুটি কারণে বিসিবির টুর্নামেন্ট কমিটি সোহাগকে জাতীয় লিগে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না।
এনসিএল টি২০তে সোহাগের বোলিং ও ফিল্ডিং কার্যকারিতা ভালো না হওয়ার রিপোর্টও তার ওপর প্রভাব ফেলেছে বলে জানা গেছে। বরিশালের হয়ে নিয়মিত খেলা সত্ত্বেও তাকে বাদ দেওয়ার বিষয়ে নির্বাচক প্যানেলের কেউ বক্তব্য দিতে রাজি হননি। বরিশালের প্রধান কোচ মোহাম্মদ আশরাফুলও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
Jatio Khobor