জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি–জেইউ) তে ফল ২০২৫ সেশনের পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে।
ভর্তি আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা।
কোর্সের মেয়াদ এক বছর (তিন ত্রৈমাসিক), মোট ৩৬ ক্রেডিট ঘণ্টা—এর মধ্যে ৩০ ক্রেডিট তত্ত্ব এবং ৬ ক্রেডিট প্রকল্পভিত্তিক।
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী আবেদন করতে পারবেন। ৪ স্কেলে কমপক্ষে ২.৫০ সিজিপিএ বা সমমানের দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
ক্লাসের সময়সূচি
-
শুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার
-
শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার
ভর্তি পরীক্ষা
-
বিষয়:
-
আইসিটির মৌলিক বিষয় – ২৫ নম্বর
-
মৌলিক গণিত – ২৫ নম্বর
-
ইংরেজি – ১০ নম্বর
-
-
প্রশ্নের ধরন: এমসিকিউ
-
সময়: ১ ঘণ্টা
-
মোট নম্বর: ৬০
কোর্সের সুবিধা
১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা
২. আধুনিক ল্যাবে ব্যবহারিক ক্লাস
৩. স্বল্প খরচে ও স্বল্প সময়ে ডিপ্লোমা সম্পন্নের সুযোগ
৪. পিজিডিআইটি স্নাতকদের জন্য জাবির এমআইটি প্রোগ্রামে বিশেষ কোটা
গুরুত্বপূর্ণ তারিখ
-
আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫
-
ভর্তি পরীক্ষা: ২১ নভেম্বর ২০২৫, বিকেল ৩টা
-
ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫
-
ভর্তি প্রক্রিয়া: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত
-
পরীক্ষার স্থান: আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
Jatio Khobor