রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
রোববার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশ দেখতে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার পেছনে নাশকতা নাকি নির্মাণ ত্রুটি—তা খতিয়ে দেখতে সেতু বিভাগের সচিবের নেতৃত্বে কমিটি করা হয়েছে।
কমিটিতে বুয়েট ও এমআইএসটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই অধ্যাপক, সড়ক বিভাগের একজন প্রকৌশলী এবং মেট্রোরেল প্রকল্পের প্রকল্প পরিচালক সদস্য হিসেবে থাকবেন।
Jatio Khobor