ঢাকা | বঙ্গাব্দ

আইনজীবীর মতে, আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা পালিয়ে গেছে।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
আইনজীবীর মতে, আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা পালিয়ে গেছে। ছবির ক্যাপশন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের পর সেনা কর্মকর্তাদের নিয়ে যাওয়া হচ্ছে
ad728

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় আত্মসমর্পণকারী ১৫ জন সেনা কর্মকর্তা নির্দোষ বলে দাবি করেছেন তাদের আইনজীবী এম. সরোয়ার হোসেন। তিনি জানান, এই মামলার প্রকৃত অপরাধীরা ইতিমধ্যেই ভারতে পালিয়ে গেছেন।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে হাজির হওয়া ১৫ সেনা কর্মকর্তার শুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী সরোয়ার হোসেন। তিনি জানান, ট্রাইব্যুনাল এই কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাদের ঢাকা সেনানিবাসের সাবজেলে নিয়ে যাওয়া হয়।

আইনজীবী সরোয়ার হোসেন বলেন, “সেনা সদরের আদেশের পর আজ এই ১৫ জন সিনিয়র ও অভিজ্ঞ অফিসার স্বেচ্ছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। তাদের অনেকেই আন্তর্জাতিক বাহিনীতে কাজ করেছেন। তারা আশা করেন, আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে।”

প্রসিকিউশন এ সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করে হাজির করার কথা জানিয়েছিল। এ বিষয়ে সরোয়ার হোসেন বলেন, “তারা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন। পুলিশের মাধ্যমে সারেন্ডার হলেও তারা কখনও গ্রেপ্তার ছিলেন না। আগে সেনা সদর জানিয়েছিল, তারা আর্মি হেফাজতে আছেন।”

আত্মসমর্পণকারী ১৫ সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন:
মেজর জেনারেল শেখ মো. সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সরোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম এবং মেজর মো. রাফাত-বিন-আলম।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
৪০০ প্রজাতির পাখির ছবি তুলেছেন রাজশাহীর এই দম্পতি

৪০০ প্রজাতির পাখির ছবি তুলেছেন রাজশাহীর এই দম্পতি