ঢাকা | বঙ্গাব্দ

একঝলক: হেমন্তের সকাল, প্রকৃতি ও মানুষের দিনযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
একঝলক: হেমন্তের সকাল, প্রকৃতি ও মানুষের দিনযাপন ছবির ক্যাপশন: বাংলার হেমন্ত—শিশিরভেজা ঘাস, সাদা পদ্মফুল, ভাপা পিঠা আর চা-বাগানের নরম আলোয় মানুষ ও প্রকৃতির শান্ত সহাবস্থান।
ad728

বাংলাদেশজুড়ে হেমন্তের ছোঁয়া ছড়িয়ে পড়েছে। সকালে আকাশে পেঁজা তুলার মতো মেঘ, শিশিরভেজা ঘাস, পিঠার ধোঁয়া আর গ্রামীণ জীবনের সজীব ছন্দে মুখর চারপাশ। প্রকৃতি ও মানুষের এই সহাবস্থান ধরা পড়েছে আজকের “একঝলক” আয়োজনে—দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো ফটো প্রতিবেদনে।

বাহাদুরসিংয়ে দাদি-নাতনির খেলায় ভরে উঠেছে সকাল, হারাটির পথে পিঠা বিক্রির দৃশ্যে ফুটে উঠেছে শীতের আগমনী সুর। খুলনার উপকূলে পদ্মফুলে ভরা পুকুর মানুষের জীবনের ভরসা হয়ে আছে, আবার রাঙামাটির পাহাড়ে ঝোড়োবৃষ্টির ফোঁটায় ঝলমল করছে অলকানন্দা ফুল।

কোথাও ফড়িং উড়ে বসেছে কচুরিপানার পাতায়, কোথাও ঘুঘু ও বুলবুলি পাখি বিদ্যুতের তারে বিশ্রাম নিচ্ছে। নদীতে জাল ফেলছেন মৎস্যজীবী, শিশুরা শিউলি ফুল গেঁথে বানাচ্ছে মালা। হেমন্তের এই দৃশ্যগুলো যেন এক মায়াময় বাংলাদেশের প্রতিচ্ছবি।



নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর: মুশফিক, সাকিব ও রেকর্ডের প

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর: মুশফিক, সাকিব ও রেকর্ডের প