লক্ষ্মীপুর সদর থানায় বিএনপি নেতার ঘরে আগুন লাগার ঘটনায় আজ রোববার দুপুর পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ জানায়, নাশকতা থেকে এ ঘটনা ঘটেছে এমন কোনো বিশ্বস্ত প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসও একই কথা বলেছে। তবে বিএনপি নেতা বেলাল হোসেন দাবি করেছেন, ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল, যার কারণে তিনি পরিবারের সঙ্গে ঘর থেকে বের হতে পারেননি।
গত শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় বেলাল হোসেনের ঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এতে সাত বছর বয়সী তাঁর মেয়ে আয়েশা আক্তার আগুনে দগ্ধ হয়ে মারা যান। আহত হয়েছেন বেলাল হোসেন (৫০) ও তাঁর আরও দুই মেয়ে—বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। গুরুতর আহত দুই মেয়ে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগুনে তাঁর বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
বেলাল হোসেন প্রথম আলোর সঙ্গে কথা বলে বলেন, “ঘরের দুই দরজা তালাবদ্ধ ছিল। তাই আমি নিজে টিনের বেড়ার ফাঁক করে বের হয়ে যাই। ছোট মেয়ে চিৎকার করছিল, কিন্তু আগুন ও ধোঁয়ার তীব্রতায় কিছুই দেখতে পারিনি।”
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন, “ঘটনাস্থলে গিয়ে একজন নিহত শিশুকে উদ্ধার করা হয়েছে। দরজায় তালা দিয়ে আগুন দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ ধরনের কোনো আলামত পাইনি।”
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। বসতঘরের দুই দরজায় তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এই ঘটনার তদন্তে একাধিক টিম কাজ করছে।”
তদন্ত এখনো চলছে এবং পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
Jatio Khobor