ঢাকা | বঙ্গাব্দ

ডলারের বিপরীতে রুপির দরপতন: বাংলাদেশি পর্যটকদের জন্য সুবিধার সময়

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
ডলারের বিপরীতে রুপির দরপতন: বাংলাদেশি পর্যটকদের জন্য সুবিধার সময় ছবির ক্যাপশন: ডলারের বিপরীতে রুপির দরপতন: বাংলাদেশি পর্যটকদের জন্য সুবিধার সময়
ad728

ভারতের মুদ্রা রুপি চলতি ডিসেম্বর মাসে নতুন রেকর্ড গড়েছে। আজ শুক্রবার প্রতি মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ৯০ দশমিক ৫৬ পর্যন্ত নেমেছে, যা ইতিহাসে সর্বনিম্ন। বৃহস্পতিবার রুপির দাম ছিল ৯০ দশমিক ৩২। ফলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকদের জন্য এটি লাভের সুযোগ তৈরি করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি–সংক্রান্ত জটিলতা রুপির দরপতনের মূল কারণ। এছাড়া আমদানিকারকদের ডলার কেনার চাহিদা, ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগের বড় পরিমাণে চলে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে ধাতুর মূল্য বৃদ্ধিও রুপির ওপর চাপ সৃষ্টি করেছে।

চলতি বছরের শুরু থেকে রুপির অবমূল্যায়ন ধারা অব্যাহত রয়েছে। নভেম্বর পর্যন্ত ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রুপির মূল্য ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। ফলে চলতি বছর এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রার খেতাব পেয়েছে রুপি। ডলারের পাশাপাশি ব্রিটিশ পাউন্ড, ইউরো, জাপানি ইয়েন ও চীনা ইউয়ান-এর বিপরীতেও রুপির দর কমেছে।

বাংলাদেশি পর্যটকদের জন্য এই পরিস্থিতি সুবিধাজনক। দেশে ডলারের দাম দীর্ঘদিন স্থিতিশীল থাকায় বাংলাদেশি ভ্রমণকারীরা ভারতে বেশি রুপি পাবেন। যদিও ভিসা–নিষেধাজ্ঞার কারণে বর্তমানে বাংলাদেশ থেকে খুব বেশি মানুষ ভারতে যেতে পারছেন না, তবে যাঁরা যাচ্ছেন, তাদের জন্য এই মুহূর্তটি অর্থনৈতিকভাবে লাভজনক।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব আটকে আছে ৪ কারণে

পুলিশের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব আটকে আছে ৪ কারণে