কোনো দলের প্রতি নয়, পুলিশের আনুগত্য হবে শুধু আইন ও দেশের প্রতি: আইজিপি বাহারুল আলম
রাজশাহী: আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ কখনো কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি আনুগত্য দেখাবে না। পুলিশের আনুগত্য থাকবে কেবল আইন ও দেশের প্রতি। নির্বাচনকালীন সময়ে পুলিশের আচরণ হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, ন্যায়নিষ্ঠ ও পেশাদার।
শনিবার সন্ধ্যায় রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “যে সরকারই আসুক না কেন, পুলিশের দায়িত্ব হলো আইন অনুযায়ী কাজ করা। সততা ও পেশাগত দায়িত্ববোধ পুলিশ বাহিনীর সবচেয়ে বড় শক্তি।”
আইজিপি বাহারুল আলম পুলিশ বাহিনীর ১৫০ বছরের ঐতিহ্য ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন এবং বর্তমান ও আগামী নির্বাচনে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি পুলিশ সদস্যদের সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
সভায় রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাগত বক্তব্য দেন। এছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভায় রাজশাহী রেঞ্জ, আরএমপি ও বিভাগের সব ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
Jatio Khobor